নওগাঁর বদলগাছীতে সয়ন ঘরে গৃহবধু সুমির লাশ উদ্ধার স্বামী পলাতক।
ঘটনা ঘটেছে উপজেলার কেশাইল গ্রামে। ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে কেশাইল হঠাৎ পাড়া গ্রামের শিরাজুল ইসলামের ছেলে সোহেল রানার সংঙ্গে ভান্ডারপুর গ্রামের আবু বক্কর সিদ্দিক এর মেয়ে জেসমিন আক্তার সুমি(২৫) প্রায় ৭বছর পূবে বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে বিবাদ শুরু হয়। এর এক পর্যায়ে গত ১৮ সেপ্টম্বর রাতে সয়ন কক্ষে সুমির লাশ এলাকা দেখে পায়। এসময় বাড়ীর লোকজন সোহেলকে পালিয়ে দেয়। এবং সুমিকে আত্নহত্যা করেছে বলে চালানোর চেষ্টা করে।
খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনার স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সরেজমিনে এলাকাবাসী বলেন সোহেল রানা বদলগাছী পি আই ও অফিসে চাকুরী করে। তাদের স্বামী স্ত্রী মাঝে মধ্যেই ঝগড়া চলতো। সুমির মা কবিতা বানু বলেন বিয়ের কিছু দিন পর থেকে মোটা অংকের টাকার দাবী করে মারপিট করত। তিনি আরো বলেন ৫ বৎসরের একটি কন্যা সন্তান না থাকলে অনেক আগেই ছেড়ে নিতাম।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, আমরা আত্মহত্যার খবর পেয়ে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পালটানো হয়েছে। রিপট আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাযাদি/ এস