মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০
walton

কুমিল্লায় জোড়া খুনের মামলার  ৫  আসামি গ্রেফতার 

স্টাফ রিপোর্টার কুমিল্লা
  ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১২

কুমিল্লার বরুড়ায় জমির দখল নিয়ে দ্বন্দ্বে আলোচিত জোড়া খুনের ঘটনায় নিহত আবদুস সাত্তারের স্ত্রীর দায়ের করা মামলায় ৫ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১১, কুমিল্লা ও র‌্যাব-২, আগারগাঁও, ঢাকার একটি আভিযানিক দল গত ১৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লার দাউদকান্দি থানার টোল প্লাজা এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ কুমিল্লার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম যায়যায়দিনকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে হত্যা মামলার ৪ নং আসামী ইমন ওরফে রিমন (২০), ৬ নং আসামী আব্দুর রাজ্জাক (৪৫), ৭ নং আসামী সেকান্দার আলী (৬০), ৮ নং আসামী জয়নাল (৪৬), ৯ নং আসামী আজাদ (৪০)। তারা সকলেই জলগাঁও গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত আসামিদের বরুড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জানতে চাইলে বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন, সাত্তার হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করে র‌্যাব আমাদের কাছে হস্তান্তর করেছেএবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে ।

এর আগে গত ১ আগস্ট শুক্রবার কুমিল্লার বরুড়া উপজেলার জলগাঁও গ্রামে জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২জন নিহত হন। এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা হচ্ছেন জালগাঁও গ্রামের জামাল হোসেনের পুত্র খোরশেদ আলম (৩৫)ও একই গ্রামের মৃত হাসান আলীর পুত্র আবদুস সাত্তার (৬০)। এ ঘটনায় বরুড়া থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়। এই দুই মামলায় পুলিশ ও র‌্যাব যৌথভাবে মোট ১০ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সাত্তার হত্যা মামলায় ৭ জন এবং খোরশেদ হত্যা মামলায় ৩ জন গ্রেফতার হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে