শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
walton

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, মালয়েশিয়ায় ২ রোহিঙ্গা আটক

যাযাদি ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৪
প্রতীকী ছবি

মায়ানমারের সেনাবাহিনীর নির্মম নির্যাতনে নিজ দেশে টিকতে না পেরে জীবন বাঁচাতে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা। অন্যদেশের মতো মালয়েশিয়ায়ও অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। নানা প্রতিকূলতার মধ্যে কিছু রোহিঙ্গা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এবার সেখানে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, মালয়েশিয়ায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দেশটিতে থাকা দুই রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) দেশটির মেলাকার পুলিশপ্রধান দাতুক উইরা জয়নোল সামাহ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

পুলিশপ্রধান বলেন, মেলাকা হাসপাতালে ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। এতে ধর্ষণের আলামত মিলেছে। এ ঘটনায় একই দিনে পুলিশ ওই দুই রোহিঙ্গা পুরুষকে আটক করেছে। ওইদিনই স্থানীয় বাতাং তিগা থানায় এ ঘটনার অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর ভাই।

তিনি বলেন, ওই কিশোরীর গত ১৩ সেপ্টেম্বর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই রোহিঙ্গার সঙ্গে প্রথমে বন্ধুত্ব হয়। পরের দিন ১৪ সেপ্টেম্বর সন্দেহভাজনদের একজন কিশোরীকে মোটরসাইকেলে করে ক্লেবাংয়ের একটি রেস্টুরেন্টে নিয়ে ২৭ বছর বয়সী আরেক রোহিঙ্গা শরণার্থীর সাথে সাক্ষাৎ করিয়ে দেয়। এরপর সেখান থেকে কিশোরীকে তাদের একটি প্রোটন প্রাইভেট কারে করে নিকটবর্তী একটি সমুদ্র সৈকতের পাশে নিয়ে যায় এবং সেখানে প্রাইভেটকারের ভেতরেই কিশোরীকে ধর্ষণ করে দুই রোহিঙ্গা শরণার্থী। এরপর ওইদিনই মেয়েটিকে বাতু বেরেন্ডামের একটি পরিত্যক্ত খেলার মাঠে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ফেলে রেখে চলে যায় ওই দুই রোহিঙ্গা। এরপর তাদের আটক করে তদন্তের সুবিধার্থে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তারা দু’জনই জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) কার্ডধারী।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে