রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা করব স্থান সংলগ্ন জৈনিক এক আইনজীবির বাড়ীতে ভাড়া থাকেন প্রবাসী রুবেলের স্ত্রী।
অভিযোগ সুত্রে জানাগেছে একই এলাকার শোভনের স্ত্রী ও বোনরা মিলে খাদিজাকে মারধর করেছে, এ ঘটনায় খাদিজাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে খাদিজার বোন কবরী বেগম বাদী হয়ে পাংশা থানায় লিখিত অভিযোগ ও রাজবাড়ীর আদালতে মামলা করেছেন। খাদিজা ও তার পরিবার জানান- শোভন আর একটি বিয়ে করেছে ২ মাস আগে। এরই জের ধরে খাদিজাকে দোষারোপ করে যে সে তাদের আটকে বিয়ে দিয়েছে এমন অভিযোগে শনিবার তাকে মারধর করেছে শিখা, রিনা, সানী, মাছু।
স্থানীয়রা জানান সোভন ও খাদিজার সর্ম্পক মামা ভাগিনার সে সুবাদে খাদিজার বাসায় ওই নতুন বউকে নিয়ে মাঝে মধ্যেই অবস্থান করত বিষয়টি বুঝতে পেরে শোভনের স্ত্রী ও তার বোনরা মিলে ওই খাদিজাকে মারধর করে।
এ ব্যাপারে শোভন বলেন আমাকে ব্লাক মৈইল করে খাদিজা বিয়ে দিয়েছে সে আমার মামী হয়ে আমার এ ক্ষতি করেছে আমিও এর সঠিক বিচার দাবী করছি।
যাযাদি/ এস