আগামীকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় সব ধরনের গ্যাস সরাবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাইপলাইন নির্মাণ কাজের জন্য টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ থাকবে না নির্ধারিত কিছু এলাকায়।
সোমবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গাউসিয়া, নিউ মার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল ও তৎসংলগ্ন এলাকায় বন্ধ থাকবে সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ।
ঘোষণা অনুযায়ী, টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহের আওতার বাইরে থাকবে রাজধানীর গাউসিয়া, নিউ মার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল ও তৎসংলগ্ন এলাকার বাসিন্দারা।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd