পাইপ লাইনের জরুরি কাজের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না। বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) তিতিস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস না থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- পূর্ব মানিকনগর, মানিকনগর, ধলপুর, গোপীবাগ, আর. কে. মিশন রোড, অভয়দাস লেন, কে. এম দাস লেন ও স্বামীবাগ এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপশি আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পনি লিমিটেড কর্তৃপক্ষ।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd