বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

ঈদে আসছে জোভান-নীহার ‘আশিকি’

বিনোদন রিপোর্ট
  ২৬ মে ২০২৫, ১৪:২৫
ঈদে আসছে জোভান-নীহার ‘আশিকি’
নাটকের একটি দৃশ্যে জোভান ও নীহা

আশিক মধ্যবিত্ত ঘরের ছেলে। বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে একটি কলেজে ভর্তি হয়।

ভালো গান করে, স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার। একই কলেজের শিক্ষার্থী ধনীর দুলালী জেস। কলেজে যার প্রভাবের অন্ত নেই।

এতে আশিক চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আর জেস চরিত্রে দেখা যাবে নাজনীন নীহাকে।

দু’জনকে নিয়ে ঈদের বিশেষ নাটক ‘আশিকি’ নির্মাণ করেছেন ইমরোজ শাওন। সিএমভি’র ব্যানারে পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটির সিনেমাটোগ্রাফিতে আছেন খায়ের খন্দকার।

‘আশিকি’ প্রসঙ্গে এর নির্মাতা জানান, নাটকটির মধ্যদিয়ে অনেকগুলো বিষয় প্রতিফলিত হবে। একজন শিল্পীর স্ট্রাগল, জয়ের গল্প যেমন আছে তেমনি একজন ধনীর দুলালীর দারুণ এক প্রেমের বয়ানও থাকছে।

উল্লেখ্য, ‘আশিকি’ নাটকটি নির্মিত হয়েছে সিএমভির ঈদের বিশেষ আয়োজনের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে