মাঠে থাকা বোরো ধানের বীজতলার ক্ষতি নিয়ে শঙ্কায় কৃষকরা। তীব্র শৈত্যপ্রবাহে বোরো ধানের চারা হলুদাভ হয়ে ওঠে। অনেক সময় চারা মারা যায়। এ সময়টায় সরিষা আলুসহ ফল গাছ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশংকা থাকে। বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। সন্ধ্যার পর তা সরিয়ে দিতে হবে। সকাল ও দুপুরে পানি ছিটিয়ে দিতে হবে।
বিশেষ করে রাতের বেলা বীজতলায় ৩-৫ সেন্টিমিটার সেচ দিয়ে খুব ভোরে পানি সরিয়ে দিলে চারার বৃদ্ধি ত্বরান্বিত হয়। এক্ষেত্রে গভীর নলকূপের পানি ব্যবহার করাই ভালো। প্রতিদিন সকালে বীজতলায় চারার ওপর জমাকৃত পানি হালকাভাবে দড়ি দিয়ে টেনে ঝরিয়ে দিতে হবে। শৈত্যপ্রবাহের সময় বোরো ধানের বীজতলায় থ্রিপসের আক্রমণ দেখা দিতে পারে। আক্রমণের মাত্র ২৫ শতাংশের বেশি হলে এক লিটার পানিতে ২ মিলিলিটার ম্যালাথিয়ন মিশিয়ে স্প্রে করতে হবে। চারা হলুদ হয়ে গেলে প্রতি শতক বীজতলায় ২৮০ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার প্রয়োগের পর চারা সবুজ না হলে প্রতি শতক বীজতলায় ৪০০ গ্রাম হারে জিপসাম সার প্রয়োগ করতে হবে। শৈত্যপ্রবাহের সময় সরিষার আল্টারনারিয়া বস্নাইট রোগ দেখা দিতে পারে। শৈত্যপ্রবাহসহ তীব্র কুয়াশায় আলুর নাবী ধস রোগ দেখা দিতে পারে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd