বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হকের রচিত অ্যাকোয়াকালচার বিজ্ঞান (মাছ চাষ) বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বইয়ের মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী। বইটির আরও দুইজন লেখক হলে- বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মো. মেহেদী আলম এবং নিয়াজ আল হাসান। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান বিন হাবিবের সভাপতিত্বে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ বখতিয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। ড. গওহর রিজভী বলেন, যখনই মাছের কথা হয় বঙ্গবন্ধুর কথা মনে পড়ে। তিনি মাছ অত্যন্ত পছন্দ করতেন। বাংলাদেশে এখনো মাছের উৎপাদন বাড়ানোর অনেক সুযোগ আছে। অ্যাকোয়াকালচার বিজ্ঞান বইটির মাধ্যমে দেশে মৎস্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছি।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd