আগামী খরিপ-১ মৌসুমের সম্প্রসারণযোগ্য কৃষি প্রযুক্তি এবং মাঠ পর্যায়ের কৃষি সমস্যা ও সমাধানের উপায় নির্ধারণের আঞ্চলিক সভা গত ১১ ফেব্রম্নয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চল অফিসের সম্মেলন কক্ষে অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অঞ্চলের উপ-পরিচালক ও বৃহত্তর রংপুর জেলার পাঁচজন উপ-পরিচালক, হর্টিকালচার সেন্টার, বুড়িরহাট, রংপুরের উপ-পরিচালক, বিএডিসি যুগ্ম-পরিচালক (সার), উপ-পরিচালক (বীজ বিপণন), আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বারি, রংপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র, রংপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা, বারটান, রংপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ সুগার ক্রপস ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা, রংপুর উপকেন্দ্রের ইনচার্জ এবং একজন কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় আগামী খরিপ-১ মৌসুমে রংপুর অঞ্চলে আউশ আবাদ সম্প্রসারণে প্রয়োগযোগ্য বিশেষ প্রযুক্তিসমূহের বাস্তবায়ন এবং ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ প্রতিরোধে ভুট্টা আবাদ নিরুৎসাহিত করে তার পরিবর্তে আউশ ধানের আবাদ করার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করেন।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd