সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
walton

অবিনাশী চেতনার স্মারক ফেব্রম্নয়ারি

হাবিব উলস্নাহ রিফাত শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
হাবিব উলস্নাহ রিফাত

ফিরে এলো ফেব্রম্নয়ারি, ঐতিহাসিক ভাষার মাস, গৌরবের মাস, রক্তে রাঙানো ফেব্রম্নয়ারি মাস।

ফেব্রম্নয়ারি মাস বাঙালির জীবন ও অস্তিত্বের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ফেব্রম্নয়ারির কথা এলেই মনে পড়ে সেই চেনা গানের সুর, 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রম্নয়ারি/ আমি কি ভুলিতে পারি।' মনে পড়ে সেই ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে ভাষার অধিকার প্রতিষ্ঠায় বায়ান্নর আগুনঝরা দিনগুলোর কথা। বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ ছিল ফেব্রম্নয়ারি। ফেব্রম্নয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে গৌরবোজ্জ্বল। মূলত ফেব্রম্নয়ারির সেই দিনগুলোর মধ্যদিয়েই বাঙালির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হয়। তারই সূত্র ধরে এসেছিল ঊনসত্তরের গণ-আন্দোলন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। বিশ্বের ইতিহাসে যা চিরস্মরণীয় হয়ে আছে। ভাষা শহীদদের স্মৃতিবিজড়িত ফেব্রম্নয়ারি এই দেশের মানুষের চেতনার এক অনির্বাণ বাতিঘর। ফেব্রম্নয়ারি শুধু ভাষার মাস নয়, আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হওয়ারও মাস, বাঙালির গর্ব-অহংকারের মাস, বইয়ের মাস, অজস্র অবিনাশী কবিতার মাস।

তাই ফেব্রম্নয়ারির আলোয় আলোকিত হোক আমাদের জীবন। সেই সঙ্গে আবারও অন্যরকম এক আবেগ ও উদ্দীপনায় জেগে উঠুক সর্বস্তরের সব মানুষ এই প্রত্যাশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে