শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবিতে প্রশিক্ষণ কর্মসূচি

ক্যাম্পাস ডেস্ক
  ০৪ জুন ২০২২, ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব হলের প্রাধ্যক্ষ এবং মেস, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ৩১ মে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল এবং বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আবদুল বাছির। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান।

ধারাবাহিক এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের হলসমূহের ক্যান্টিন, মেস ও ক্যাফেটেরিয়ায় কর্মরত খাদ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে