শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি

ক্যাম্পাস ডেস্ক
  ১১ জুন ২০২২, ০০:০০

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করা হয়েছে। সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রশাসনিক ভবনসংলগ্ন ফাঁকা অংশে ৫ জুন একটি স্বর্ণচাঁপা গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ডক্টর বিধান চন্দ্র হালদার। কর্মসূচিতে উপস্থিত ডিন মহোদয়, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকসহ বিভিন্ন শাখার পরিচালক একটি বকুল ফুল ও একটি বোতল ব্রাশ ফুলের গাছ রোপণ করেন।

পরবর্তী সময়ে প্রশাসনিক ভবনের সামনে ক্লিন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম কামরুজ্জামান। ক্লিন ক্যাম্পাস কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অফিস, অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হলসহ সমগ্র ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের সামনের লেক পরিষ্কার করা হয়। উলেস্নখ্য, ওই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে