বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চবিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার

চবি প্রতিনিধি
  ১১ জুন ২০২২, ০০:০০

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জীববিজ্ঞান অনুষদের মিলনায়তনে ৫ জুন সকাল ১০টায় এটি অনুষ্ঠিত হয়েছে। এতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর গোলাম কিবরিয়া ভূঁইয়া। তিনি পরিবেশ সচেতনা নিয়ে বলেন, পরিবেশের মধ্যে নানান অনুষঙ্গ রয়েছে। তার মধ্যে শব্দদূষণ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এ বিষয়ে সচেতনতা কম। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে বিভিন্ন হর্ন দেওয়া হয়- যা শব্দদূষণ সৃষ্টি করে।

উপাচার্য অধ্যাপক ডক্টর শিরীণ আখতার, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর এম এস নাহিদ সুলতানা, পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শহিদুল ইসলাম, জীববিজ্ঞানের ডিন প্রফেসর ডক্টর মো. তৌহিদ হোসেন, ভূগোলের সভাপতি প্রফেসর ডক্টর আলী হায়দার, বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মো. আতিকুল ইসলাম, বিভাগের অধ্যাপক আবদুল হক এবং হিয়ামুল ইসলাম এই সেমিনারে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে