নতুন স্পন্দনের ক্যাম্পাসসবুজঘেরা ক্যাম্পাসটির উত্তর-পূর্ব অংশ পুরোটাই কাশফুলের স্বর্গরাজ্য। অ্যাকাডেমিক অংশে রয়েছে কাঠগোলাপ, বকুল, বেলী, হাসনাহেনাসহ নানা প্রজাতির ফুল। ক্যাম্পাসের পিছনের অংশে রয়েছে বংশী নদীর মোহনা, যেথায় ফুটে থাকে শত শত শাপলা, সুগঠিত বিশাল মাঠের উপরে খোলা নীলাকাশ প্রতিবারই শরতের ক্যাম্পাসকে সাজিয়ে তুলে অপরূপভাবে। আর তাতে হারিয়ে যায় ক্যাম্পাসের প্রতিটি প্রাণ। প্রতি বারের মতো এবারও ক্যাম্পাসে শরতের ছোঁয়া লেগেছে। তবে, এবার যেহেতু ভিন্ন রূপের শরৎ তাই ভিন্নভাবেই সেজেছে ৩২ একরের ক্যাম্পাস। আর এই ভিন্নতার মধ্য দিয়েই যেন নতুন স্পন্দন পেয়েছে ক্যাম্পাসের প্রতিটি প্রাণ।