শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জবির ৮২ শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রাপ্তি

ক্যাম্পাস ডেস্ক
  ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৮২ জন শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ পাচ্ছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ প্রদান করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো. রেজা-উন-নবী ৩০ ডিসেম্বরএ তথ্য জানান। ফেলোশিপ প্রাপ্তদের তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। দুটি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের মোট ৮২ জন শিক্ষার্থীকে এই ফেলোশিপের পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৪৬ জন শিক্ষার্থী এবং জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৬ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। ফেলোশিপপ্রাপ্তরা এমএসসি ক্যাটাগরিতে প্রত্যেকে ৫৪ হাজার টাকা, এমফিল ক্যাটাগরিতে ৯৯ হাজার টাকা ও পিএইচডি ক্যাটাগরিতে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে