বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ ও এমবিএ কোর্স

ক্যাম্পাস ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৩, ০০:০০

সবুজে ঘেরা, সুন্দর এবং মনোরম প্রাকৃতিক পরিবেশে ঢাকার বাড্ডার সাতারকুলে স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

পূণার্ঙ্গ শিক্ষা কার্যক্রম। নান্দনিক ও চিত্রাকর্ষক ৩টি ভবনে এবং একটি

টাওয়ারে এ পূণার্ঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ৫টি অনুষদে ১২টি বিভাগে এ ইউনিভার্সিটিতে শিক্ষাদান দেওয়া হয়।

'যুগোপযোগী বিবিএ ও এমবিএ প্রোগামের সিলেবাস প্রণয়ন ও

শিক্ষাদানের ফলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উন্নত

শিক্ষালাভ করতে সক্ষম হচ্ছে- এ কথা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট

স্ট্যাডিজ বিভাগের খ্যাতিমান সাবেক অধ্যাপক ও জগন্নাথ ইউনিভার্সিটির

সাবেক কোষাধ্যক্ষ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা

অনুষদের উপদেষ্টা অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া। অধ্যাপক সেলিম ভূঁইয়া আরও

বলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের প্রতিটি কর্মকান্ড পরিচালিত হচ্ছে

সুপরিকল্পিত, সুশৃঙ্খল, তাত্ত্বিক ও ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে। এর ফলে

শিক্ষার্থীরা চাকরির প্রতিযোগিতার বাজারে স্থান করে নিতে পারছে। তাই দেখা

যায়, বিসিএস প্রশাসনসহ দেশে ও বিদেশে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান

যেমন ব্যাংক, বীমা পুঁজিবাজার, রিয়েল এস্টেট ও মাল্টিন্যাশনাল কোম্পানিসহ

ব্যবসায় বাণিজ্যে কর্মরত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা'।

উপদেষ্টা হিসেবে অধ্যাপক সেলিম ভূঁইয়া ঢাকা ইন্টারন্যাশনাল

ইউনিভার্সিটিতে ব্যবসায় শিক্ষা অনুষদে সার্বক্ষণিক দায়িত্ব পালন করায় একটি

আদর্শ অনুষদ হিসেবে পরিচিতি লাভ করেছে।

প্রো-ভাইস চ্যান্সেলর দায়িত্ব পালন করেন অধ্যাপক ডক্টর গণেশচন্দ্র সাহা।

উলেস্নখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পদযাত্রা শুরুর প্রথম দিকেই ঢাকা ইন্টারন্যাশনাল

ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের

খ্যাতিমান অধ্যাপক ও বহু গ্রন্থের প্রণেতা ডক্টর এবিএম মফিজুল ইসলাম

পাটোয়ারী ১৯৯৫ সালে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১০ হাজার। তারমধ্যে রয়েছে ৫ শতাধিক বিদেশি ছাত্রছাত্রী। এ ইউনিভার্সিটিতে বর্তমানে ৩২০ জন পূর্ণকালীন ও

খন্ডকালীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কর্মে নিয়োজিত রয়েছেন।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি

জানান, এখানে কোর্স ফি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম হলেও আমরা

উন্নতমানের শিক্ষাদান দিয়ে আসছি। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মূল ক্যাম্পাস : সাঁতারকুল, বাড্ডা, ঢাকা-১২১২।

মোবাইল : ০১৯৩৯৮৫১০৬০-৪,০১৩০২৬৯০৩৪০-৯, ০১৬১১৩৪৮৩৪৪-৮

: িি.িফরঁ.ধপ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে