শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৩১ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন শান্তিতে নোবেল বিজয়ী এবং শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থী।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান 'গেস্ট অব অনার' হিসেবে যোগদান করেন। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর চৌধুরী নাফিজ সরাফাত বক্তব্য প্রদান করেন।

সমাবর্তনে মালয়েশিয়ার বিনারি বিশ্ববিদ্যালয়ের আচার্য যোসেফ আদাইকালাম, অ্যারো বিজনেস এবং জিই গ্যাস পাওয়ারের সিইও

দিপেশ নন্দ বিশেষ বক্তা হিসেবে যোগ দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৪৩০ জন গ্র্যাজুয়েট রাষ্ট্রপতির কাছ থেকে ডিগ্রি গ্রহণ করেন এর মধ্যে ৪ জন সামিয়া বিনতে নাঈম, সুমাইয়া সুলতানা, ফারজানা বিন্ত মোহাম্মদ, মো. সাখাওয়াত হোসেন স্বর্ণ পদক

গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে