মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নবীনদের স্বপ্নময় যাত্রা

বায়েজিদ হাসান
  ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

নবীনদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাসের প্রতিটি স্থান। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয়

কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও আগমন ঘটেছে নবীন শিক্ষার্থীদের। ৫৭ একরের ক্যাম্পাসে এখন অন্যরকম আমেজ বিরাজ করছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৬টি অনুষদের স্নাতক ১ম বর্ষের ক্লাস

একযোগে শুরু হয়েছে। প্রতিবছর ভর্তিযুদ্ধ পাড়ি দিয়ে শিক্ষার্থীরা পড়ার সুযোগ পায় এ বিশ্ববিদ্যালয়ে। এ

বছরও ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যদিয়ে শুরু হয়েছে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলা। সবুজ ঘাসের

চাদরে মোড়ানো ৫৭ একরের ক্যাম্পাস। বসন্ত আগমনের সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে নবীনদের আগমনে নজরুল

বিশ্ববিদ্যালয় সেজেছে এক অপরূপ সাজে।

প্রতিটি স্থানে নবীন সেনানীদের সরব উপস্থিতি যেন ক্যাম্পাসে নতুন প্রাণের সঞ্চার ঘটিয়েছে। ময়মনসিংহ

শহর থেকে ২০ কিলোমিটার দূরে গ্রাম্য আবহে, অপরূপ সৌন্দর্যময় বৃহত্তর এই ক্যাম্পাস এখন হাজারো নবীনের

ইতিহাস গড়ার মাধ্যম।

ক্যাম্পাসের জয় বাংলা ভাস্কর্য, নজরুল ভাস্কর্য, কদমতলা, বঙ্গবন্ধু ভাস্কর্য, চন্দ্রবিন্দু ক্যাপে, বটতলা, চাঁদের হাট,

জ্ঞানের গলি, কেন্দ্রীয় খেলার মাঠসহ প্রতিটা জায়গাজুড়ে নবীন-নবীন ও নবীন-প্রবীণের এক অপরূপ মেলবন্ধন

সৃষ্টি হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পুরো ক্যাম্পাসকে মাতিয়ে রাখছে এই পবিত্র মেলবন্ধন।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে যেতেই দেখা মিলল এক দল নবীন শিক্ষার্থীর। কেউ একসঙ্গে

সেলফি তুলছে, কেউবা একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে। সবার চোখে-মুখে যেন এক অন্যরকম প্রাপ্তির আনন্দ। স্বপ্নের ক্যাম্পাসে তারা এসেছে। এ জন্য সবার মধ্যে যেন এক ধরনের বাড়তি উত্তেজনা কাজ করছে।

১৬তম ব্যাচের নবীন শিক্ষার্থী ইমরান বলেন, স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার মাধ্যমে নিজেকে এগিয়ে নেওয়ার। সেই পথে যাত্রা শুরু করতে পেরে খুবই ভালো লাগছে। শুরুতে মনের মধ্যে কিছুটা ভয় ছিল যে নতুন পরিবেশ

কীভাবে মানিয়ে নেব। কিন্তু এখানকার শিক্ষক, সিনিয়র ভাইদের আন্তরিকতা ও বন্ধুসুলভ আচরণে খুব সহজভাবেই মানিয়ে নিতে পেরেছি।

নবীন আরেক শিক্ষার্থী সানজিদা বলেন, বিশ্ববিদ্যালয়ে এসে নিজেকে বন্ধনহীন পাখির মতো উন্মুক্ত মনে হচ্ছে।

আগে কখনো একা বাড়ির বাইরে থাকিনি। প্রথম প্রথম একটু খারাপ লাগত কিন্তু বন্ধু-বান্ধবদের সঙ্গে মিশে খারাপ লাগাটা কেটে গেছে। বড় আপু ও ভাইরা এখানে অনেক আন্তরিক। এককথায় বলতে গেলে জীবনের সবচেয়ে অন্যতম একটি অভিজ্ঞতা তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশে এসে।

ইমরান, সানজিদাদের মতো নবীনরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিচিত্র ধরনের স্বপ্ন নিয়ে এ বিশ্ববিদ্যালয়ে পড়তে

এসেছে। এভাবেই অনেক নবীন শিক্ষার্থীর স্বপ্নপূরণের ক্ষেত্র হয়ে উঠছে এ ক্যাম্পাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে