মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

ক্যাম্পাস ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

বেরোবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে 'মুক্তির মিছিলে ভাঙি মগজের কারফিউ'- এ স্স্নোগানে চতুর্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে ৬ ফেব্রম্নয়ারি এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো. হাসিবুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক চিফ মডারেটর ও কলা অনুষদের ডিন ডক্টর আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান। বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্‌ বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ, কোষাধ্যক্ষ মো. আশানুজ্জামান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোছা. নিশরাত জামান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফাসহ প্রমুখ।

বাউবি'র সিটিজেন চার্টার উদ্বোধন

ম ক্যাম্পাস ডেস্ক

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে

(বাউবি) সিটিজেন চার্টার উদ্বোধন করা হয়েছে। উপাচার্যের কনফারেন্স হলে সোমবার এই সিটিজেন চার্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাউবি'র উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার বক্তব্যর শুরুতে ভাষা শহীদ এবং বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডক্টর নাসিম বানুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল এবং রেজিস্ট্রার ও এপিএ টিম লিডার ডক্টর মহা. শফিকুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল অব এডুকেশনের ডিন ও সংশ্লিষ্ট কমিটির সদস্য অধ্যাপক সুফিয়া বেগম। ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক অনন্যা লাবনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে স্কুলের ডিনরা, বিভাগীয় প্রধান, সংশ্লিষ্ট কমিটির সদস্যরা সরাসরি এবং বাউবির ১২টি আঞ্চলিক কেন্দ্রের পরিচালকরা ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে