শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা

ক্যাম্পাস ডেস্ক
  ১৮ মার্চ ২০২৩, ০০:০০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) চতুর্থ শ্রেণির (১৭তম থেকে ২০তম গ্রেড) কর্মচারীদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 'তথ্য অধিকার আইন-২০০৯' বিষয়ে কর্মশালাটি ১২ মার্চ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন পাবনা জেলার জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. সামিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ডক্টর মীর খালেদ ইকবাল চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক ডক্টর শেখ রাসেল আল-আহম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ডক্টর মো. নাজমুল হোসেন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-এর উদ্যোগে ১১০ জন কর্মচারী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের ডক্টর এম এ

ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের

গ্যালারি-২ এ অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন আইকিউএসি'র প্রশাসনিক

কর্মকর্তা সানজিদা শারমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে