খোকার মাথায় চিন্তা এলো বৃদ্ধ দাদুর কথা তার যে জীবন কষ্টে কাটে মনে করুণ ব্যথা। ভাবলো দাদুর কষ্ট একটু ভাগাভাগি
কলরবে পাখি ডাকে বইয়ের দেশে ঝিকিমিকি তারা থাকে বইয়ের দেশে নদনদী আঁকা থাকে বইয়ের দেশে সুখ দিয়ে ঢাকা
আসতো যদি হঠাৎ করে দিনগুলো ফের ফিরে কাটতো যখন সময় আমার খেলনাপাতি ঘিরে। খেলেতে যেতাম আবার আমি নদীর বালু
বোশেখ আছে কাব্য-কলায় বোশেখ আছে গল্পে, বোশেখ আছে শ্যামল ছায়ায় বোশেখ চিত্রকল্পে। বোশেখ আছে সবুজ মাঠে বোশেখ আছে গানে, বোশেখ
ধরার বুকে চলছে এখন ফলের মধুমাস, গাছে গাছে তাই মৌমাছির বেড়েছে উলস্নাস। আম জাম কাঁঠাল পেকে গন্ধে মাতোয়ারা, তরমুজ লিচু ফুটি
মুরগি চুরির অপরাধে শিয়াল পেল সাজা ঘণ্টা গলে ঘুরতে হবে বলল সিংহ রাজা। এই খবরে বনের ভেতর চলছে কানাঘুষা
ধান আছে গোলা ভরা মান আছে বাবার মা ডাকে খেতে আয় দুধ মাখা খাবার মাছ আছে শাখ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd