সিয়ামের প্রজাপতি বাগান
ঘুম থেকে উঠেই বাতাবি লেবুর ছোট্ট গাছটির পাশ দিয়ে হাঁটছিল সিয়াম। বাতাবি লেবু গাছের দিকে চোখ পড়তেই খুশিতে নেচে উঠল সে। সিয়ামের হইচই দেখে ছুটে এলেন জমির চাচা।
জমির চাচা বাগানের মালি। বাড়ির সামনের ছোট্ট বাগানটির তিনিই পরিচর্যা করেন। কোমর