বিজয়ের ওই উলস্নাসে আজ চলো সবে মাতি, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান ভুলে সকল জাতি। লাল-সবুজের এই পতাকা কপালেতে পরে, বিনম্র ওই শ্রদ্ধা জানাই শহীদগনের
সব হারিয়ে ফিরে পেলাম আমার সোনার দেশ এই বিজয়ের স্বাদটি কভু হবেই নাতো শেষ। লাখ শহীদের রক্তে মাখা শিমুল পলাশ
বিজয় এলে পাখির গানে জুড়ে যায় প্রাণ বিজয় এলে ফুলের গাছে কী যে আহা ঘ্রাণ। বিজয় এলে কিষাণ হাসে জয়
খুব সকালে খালি পায়ে খোকাখুকি ছোটে লাল-সবুজের পোশাক পরে বিজয়ের গান ঠোঁটে। হাতে হাতে বিজয় নিশান পত পত করে
এই পতাকায় বিজয় আমার যুদ্ধ জয়ের গান, এই পতাকায় ভাষার কথা স্বাধীনতার মান। এই পতাকায় হাসি আমার এই পতাকায় সুখ, এই
ফুল বাগানে পাখি নাচে \হবিজয় মালা পেয়ে, মিষ্টি সুরে যায় যে পাখি \হছড়া ও গান গেয়ে। বিজয় মালা পেয়ে
চারদিকে বাজছে শোনো বিজয় নামের বাঁশি আজ বাঙালির মুখে মুখে দেশ বিজয়ের হাসি। এই হাসিটা বীরসেনাদের বিজয় হাসি মায়ের
স্বাধীনতার সূর্যটাকে নয় ন'টি মাস শেষে আনলো যারা দেশে বুকের তাজা রক্ত দিয়ে সুখের হাসি হেসে। ওরা হলো মুক্তিসেনা ছাত্র শ্রমিক চাষী বাংলা ভাষাভাষী আনতে