রোবট ভূতের খপ্পরে
অনেকটা দৌড়ের ভঙ্গিতে হাঁটছে রাসেল। কারণ, সন্ধ্যার আগেই বাড়ি পৌঁছাতে হবে তাকে। তা না হলে বাবা-মা'র বকা খেতে হবে। বকা খেলেও তেমন সমস্যা ছিল না; কিন্তু সমস্যা হলো পথের পাশেই শতবর্ষী একটি তেঁতুল গাছ আছে- সে গাছে নাকি ভূত থাকে।
প্রতিদিন