মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
walton
রোবট ভূতের খপ্পরে
অনেকটা দৌড়ের ভঙ্গিতে হাঁটছে রাসেল। কারণ, সন্ধ্যার আগেই বাড়ি পৌঁছাতে হবে তাকে। তা না হলে বাবা-মা'র বকা খেতে হবে। বকা খেলেও তেমন সমস্যা ছিল না; কিন্তু সমস্যা হলো পথের পাশেই শতবর্ষী একটি তেঁতুল গাছ আছে- সে গাছে নাকি ভূত থাকে। প্রতিদিন
আমি গন্ডার বলছি
খোকা ও চাঁদ
হিজলতলী গাঁ
আমার দেশ
মনটা শুধু টানে
দুইটি শালিক
শরৎ নদীর পাড়ে
খুদে এই মেয়েটি
রোদের খেলা
টোনাটুনির ছড়া
আরও
X
shwapno

উপরে