শিশুর মুখে দেখলে হাসি অনেক মজা পাই, শিশুরা সব থাকুক সুখে এটাই আমি চাই। ধরার মাঝে শিশুর মুখে হাসি দেখলে ভাই, আপন মনে ভাবতে থাকি ছোট্ট হয়ে যাই। শিশুর মুখে থাকলে...
তোমরা যারা নতুন কুঁড়ি সবুজ সবুজ ডানা ফুটতে পার নিজের মতন নেই কোনো বাঁধ মানা ফুটতে পার ভোরের মতন কিংবা চাঁদের মতো আলোর পিদিম জ্বালিয়ে ওই জোনাক তারার মতো ফুটতে পার হাসনাহেনার ঘ্রাণ নিয়ে ঠিক আর ফোটার মতন ফুটলে তবেই তোমরা...
গঙ্গা ফড়িং উড়ছে দেখ বনের ফুলে ফুলে, প্রজাপতি রঙিন পাখায় নাচছে দুলে দুলে। মৌমাছিরা দল বেঁধে ভাই আসছে মধু নিতে, গুনগুনিয়ে ভ্রমর এলো আনন্দ আর গীতে। ঘাস ফড়িংয়ে লাফিয়ে বেড়ায় সবুজ ঘাসে ঘাসে, বাবুই পাখি বানায় বাসা ঝাঁকরা...