আকাশ কি এক নদী?
রোদের নদী, মেঘের নদী
রোজ কলকল নিরবধি বইছে,
রাত হলো যেই তারার সাথে
চাঁদের সাথেও কত্ত কথা কইছে।
আকাশ কি এক ছবি?
নীলরঙা সে হঠাৎ করে
কালো মেঘে মাখামাখি
ক্যানভাসে কে তুলির ছোঁয়ায়
করছে এমন আঁকাআঁকি!
শরতকালে আকাশজুড়ে
ঝকঝকানো সাদা-পাখি!
আকাশ কি এক বাড়ি?
গোধূলিতে সোনার আলোয়
রাঙিয়ে তার উঠোনখানি
মুচকি হেসে ঘুমোতে যায়
টেনে তারার পর্দা, জানি।
আকাশ নাকি শূন্য!
শূন্যে নদী, শূন্যে বাড়ি
শূন্যে দেখি ছবি!
সবশেষে কি আকাশ আমায়
বানালো এক কবি!