বোস বাড়িতে একটি মেয়ে
নাম ছিল তার মুমু,
দাদার প্রিয় বাবার প্রিয়
ঠাম্মি দিত চুমু।
যখন যেটা
চাইতো সেটা
বললে দিত এনে,
মুমুর প্রিয় 'পুতুল' বাবা
এই কথাটা জেনে..
বিদেশ থেকে এনে দিল
আজব সে এক পুতুল,
নাম কী তোমার? বললে বলে
নামটি আমার তুতুল।
মুমুর সঙ্গে
দিন আর রাতে
খেলে মজার খেলা,
চুল বেঁধে দেয় গল্প করে
মজায় কাটে বেলা।
কাঁদলে মুমু কাঁদে তুতুল
হাসলে মুমু হাসে,
বাড়ির সবাই তুতুলকে তাই
অনেক ভালোবাসে।
বলে মুমু জানিস তুতুল
স্বপ্নে আমি দেখি,
তুই আর আমি ঘুরতে গেছি
পাহাড়তলী, সে কী!
হুম রে তুতুল; হাঁটছি দু'জন
নাচছি দু'জন তানা,
সন্ধ্যে হলেও খেলতে আমায়
করছে না কেউ মানা।
এক বিকালে হঠাৎ করে
তুতুল হলো চুপ,
কাঁদছে মুমু কেঁদে কেঁদে
ফ্যাকাশ হলো রূপ।
কী হলো কী মুমুর তুতুল
চুপ করে কেন রয়,
বোস বাড়িতে সেই সময়ে
দুঃখের হাওয়া বয়!
আসল বাবা শুনলো সবই
বুঝলো ব্যাপারখানা,
চুপ করে ক্যান আছে তুতুল
ছিল যে তার জানা।
কিনে এনে নিউ ব্যাটারি
লাগিয়ে দিল যখন,
মুমুর তুতুল খিলখিলিয়ে
হাসল আবার তখন।
এমনি করে খুশির ঝলক
ছড়িয়ে গেল আবার,
মিষ্টি হেসে মুমু তখন
কোলে গেল বাবার।