শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ছড়ারাজ সুকুমার বড়ুয়া

অরুণ বর্মন
  ০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০
ছড়ারাজ সুকুমার বড়ুয়া

মজাদার ছড়াকার সুকুমার বড়ুয়া

তার অনুরাগী সব শিশু যুবা পড়ুয়া,

ছন্দের মহারাজ মজা তার ছড়াতে

যত পড়ে তত মজে সুখ পায় পড়াতে।

ছন্দের কারুকাজ অন্তরে মিলেতে

ছাপ দেয় অন্তরে কাঁপ দেয় পিলেতে,

ছড়া তার মিশে আছে মজ্জায় রক্তে

নেশা পেশা সাধনায় সুখে-দুখে অক্তে।

হাসি তার মুখ ভরা বুক ভরা কান্না

জীবনের শুরু তার মেসে করে রান্না,

হাজারটা কষ্টেও ছড়া ভালোবেসেছে

ফলাফলে একুশের সম্মান এসেছে।

সাদাসিধা সরলতা চিন্তা ও আচারে

বুদ্ধির নিপুণতা ছড়া বাছবিচারে,

প্রীতিভরা কুর্নিশ তার ছড়া পদ্যে

শ্রদ্ধা ও ভালোবাসা তার পাদপদ্মে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে