শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
walton

নতুন বই

আল আমিন মুহাম্মাদ
  ০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০

নতুন বইয়ে গন্ধ মধুর

মন যে শুধু মাতায়,

রঙিন ছবি মজার কথা

বলে পাতায় পাতায়।

নতুন পাঠে নতুন কিছু

শিখব ভালো করে,

জীবনটাকে গড়ব আমি

জানার এপথ ধরে।

বইকে সদা সাথী করে

বেড়াব সবখানে,

জ্ঞানের রত্ন বিলি করে

বাঁচব গানে গানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে