শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আকাশের পরে

আখতারুল ইসলাম
  ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

এই পৃথিবীর বাইরে আকাশ, আকাশের পরে কারা

মহাশূন্যের নীল সীমানায় লক্ষ কোটি গ্রহ তারা।

সূর্যটা হাসে আপন আলোয় ঠোঁটে রোদ্দুর এঁকে

নিয়ম মেনেই চলছে সবই যায় না তো এঁকে বেঁকে।

নভোমন্ডলে আছে ছায়াপথ বস্ন্যাকহোলের খনি

শুক্র ও বুধ, মঙ্গল ঘোরে, ঘোরে বৃহস্পতি শনি।

কেন্দ্রে সূর্য গ্রহগুলো ঘোরে নির্দিষ্ট কক্ষপথে

চন্দ্রও ঘোরে, পৃথিবীও ঘোরে বিজ্ঞানীদের মতে।

সূর্যের আলো গায়ে মেখে হয়, চাঁদের মিঠে আলো

জোছনা ঝরছে কত না আলোয় মন হয়ে যায় ভালো।

শত শত কোটি আলোক বর্ষ দূরে এলিয়েন থাকে

অজানা কোনো মহাকাশ আর নক্ষত্রের বাঁকে বাঁকে।

গান শুনি কত বাতাসের মুখে ধ্রম্নবতারা বলে কথা

নীল সীমানার অদৃশ্য পথে খুঁজে ফিরে স্বাধীনতা।

মহাকাশের এ সিঁড়ি বেয়ে বেয়ে দেখবো চমৎকার

রহস্য ভরা অসীম বিশ্বের খুলতে হবে দ্বার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে