শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাইজিন নাজলী পাইলট হতে চায়

হাট্টিমাটিম টিম ডেস্ক
  ১২ মার্চ ২০২৩, ০০:০০

২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি প্রাপ্ত তাইজিন নাজলী পাইলট হতে চায়। সে খুলনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্সন) থেকে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। তাইজিন নাজলীর বাবা লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিম এবং মা মেজর ডা. সুলতানা তানজিনা মিজান বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। তাইজিন নাজলী পড়াশুনায় ভালো ফলাফলের পাশাপাশি গান গাওয়া, ছবি আঁকা, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে দক্ষতার পরিচয় দিয়েছে। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে সে নিয়মিত অংশগ্রহণ করে। তার আঁকা ছবি দৈনিক যায়যায়দিন, জনকণ্ঠ, দৈনিক একুশের বাণীসহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। তার গান ও কবিতা বিটিভি, মাই টিভি, এটিএন বাংলা ইত্যাদি চ্যানেলয়ে প্রচারিত হয়। সে ভবিষ্যতে পাইলট হয়ে নিজের দেশের জন্য কাজ করতে চায়। তাইজিন ও তার পরিবার সবার কাছে দোয়া প্রার্থী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে