শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খোকার আঁকা ছবি

নাঈমুল হাসান তানযীম
  ১২ মার্চ ২০২৩, ০০:০০

একটি পাখি গাছের ডালে ডাকে,

সূর্যকিরণ হাসে পাতার ফাঁকে,

\হসেই পাখিটির ছবি খোকা রংতুলিতে আঁকে।

শ্যাওলাভরা শান্ত দীঘির জলে,

খেলা করে পুঁটিমাছের দলে,

খোকার আঁকা ছবিগুলো সেসব কথা বলে।

বিলের বুকে শাপলা শালুক ফোটে,

\হরোদের হাসি ঝিলিক দিয়ে ওঠে,

শিকার করা একটি পুঁটি ঝুলে বকের ঠোঁটে।

নদীর বুকে পড়ে চাঁদের ছবি

\হশেষ বিকালের আকাশ এবং রবি

\হখোকার হাতে নিখুঁত হয়ে আঁকা যে হয় সবই।

আঁকা যে হয় আকাশ জমিন তারা,

পাহাড় সাগর এবং ঝরনাধারা,

\হখোকার আঁকা ছবিগুলো সত্যি নজরকাড়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে