শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার তাজ

বেণীমাধব সরকার
  ১২ মার্চ ২০২৩, ০০:০০

পাখির মতো নীল আকাশে

উড়তে পারি আজ

যেমন খুশি তেমন করে

পরতে পারি সাজ।

আপন ঘরে যাপন করি

এখন বারো মাস,

গর্ব করে আপন ভূমি

করতে পারি চাষ।

মত্ত নদী নিত্য চলে

নূপুর বেঁধে পায়

পাগলপারা মুক্ত বাতাস

যেমন খুশি ধায়।

মুক্ত মনে অনুক্ষণে

সকল বাঁধা টুঁটি

ইচ্ছামতো করতে পারি

আমরা ছোটাছুটি।

লাল-সবুজের মুক্ত নিশান

সবার হাতেই আজ,

মাথায় মোদের রক্তে কেনা

স্বাধীনতার তাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে