শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা

উৎপলকান্তি বড়ুয়া
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০

স্বাধীনতা খোকার মুখে মিটি হাসি

দোলনার দোদুল দোলা,

সবুজাভ ঘাসে সোনালি রোদের

হাসিটুকু প্রাণ খোলা।

স্বাধীনতা ভোরের নরোম আলো

ঢেউ তোলা জল নদী,

ঝরনার জল কলকল ধারায়

বয়ে চলা নিরবধি!

স্বাধীনতা রোদ সূর্যের কিরণ

আলোতেই পথ চলা,

রঙ তুলি আঁকা স্বপ্নের কথা

সাহসের সাথে বলা।

স্বাধীনতা পাখির ঝলমলে দুটি

আকাশে ছড়ানো ডানা,

আঁধারের রাতে ভয়হীন সুখে

পথ চলা একটানা।

স্বাধীনতা মায়ের বুক ভরা আশা

টোকা দেয় এসে দোরে,

লাল-সবুজের গর্বের নিশান

পঁতপঁত পতাকা ওড়ে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে