শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
walton

ছড়া হবো

রিয়াজ মাহমুদ রাতুল
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০

সুশোভিত সবুজের মাঠ হবো

নদী বুকে ডিঙা বাঁধা ঘাট হবো।

দখিনের হাওয়াতে সুর হবো,

রাত শেষে পাখিডাকা ভোর হবো।

রোদ্দুর আকাশের নীল হবো,

জলভরা শালুকের বিল হবো।

বালকের সুতোকাটা ঘুড়ি হবো

ছোটমণির হাতে পরা চুড়ি হবো।

দোয়েল ও কোয়েলের ডাক হবো,

ভোরবেলা ডেকে যাওয়া কাক হবো।

রাত্তিরে আলোকিত চাঁদ হবো,

ছড়া লেখা কবিদের হাত হবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে