শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রং ছড়াল গাঁয়ে

সুজন সাজু
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০

পড়ন্ত এক দুপুরে সবুজ রাঙা পুকুরে কৃষ্ণচূড়া হাসে,

বাহার করা ঢঙে সাজল লালে রঙে ফুলে ফুলে ভাসে।

প্রাণে লাগে দোলা আনন্দ পথ খোলা ফড়িং ডানা মেলে,

দোয়েল পাখির শিষে যায় হারিয়ে দিশে নিত্য হেসে খেলে।

জাগায় প্রাণে সুরে মধুর সমুধুরে স্নিগ্ধ ছায়ায় বসে,

আপনমনে খুশি-উলস্নাসে দিন পুুুুুুুষি আমোদ রঙ্গ রসে।

আবছা রবির আলো রূপের দৃশ্য ভালো হলদে বরণ রেশে।

সবুজ রাঙা ছবি সকাল ক্ষণে রবি মুগ্ধ ছড়ায় বেশে।

মনটা বেজায় উড়ে কানন বনে ঘুরে কাব্য সুধার টানে,

ছন্দ তালে তালে হৃদয় অন্তরালে আকাশ প্রাণে প্রাণে।

স্বপ্ন বোনা আশার কত্ত ভালোবাসার রূপ মাধুরী দোলে,

রঙ মেখেছে গাঁয়ে খুশির সীমানায়ে আনন্দ দুয়ার খোলে।

সন্ধ্যা রানী ডাকে আলোর রঙে ফাঁকে এসো নরম কোলে,

এদিক-ওদিক নাচে সন্ধ্যা রানীর কাছে হৃদয়ে প্রাণ ভোলে।

ফুর্তি মেলার রঙ্গে কাটব খুশির ঢঙ্গে গল্প কথার গানে,

কাটিয়ে দেব ক্ষণ উতাল পাতাল মনও মাটির সুধা ঘ্রাণে।

অনেক মজার হবে হৃদয় কোণে রবে চড়ব খুশির নায়ে,

সানন্দে ঢোল বাজে তাইতো বুকের মাঝে রঙ ছড়াল গাঁয়ে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে