শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পড়তে কারো নেই কো মানা

জহুর মুনিম
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০

শিশুসাহিত্যিক সুলতান মাহমুদ-এর শিশুতোষ গল্পের বই সাপের বাসায় ইঁদুর ছানা। বইয়ে মোট আটটি গল্প আছে। এবং আটটি গল্পই দারুণ শিক্ষণীয়। কেমন শিক্ষণীয়- আলোচনা শুরু না করলে বোঝা মুশকিল। প্রথম গল্প 'ট্রাফিক সিগন্যাল'। মা শেয়াল তার বাচ্ছা শেয়ালকে নিয়ে রাস্তা দিয়ে অন্য জঙ্গলের দিকে যাচ্ছে। যেতে যেতে কতকিছুর সাথে পরিচয় করিয়ে দিলো মা শেয়াল তার বাচ্ছাকে। এর মাধ্যমে ছোটরাও রাস্তার সাথে পরিচিত হলো। পরিচিত হলো জেব্রা ক্রসিং এর সাথে। পরিচিত হলো ফুটওভার ব্রীজ, ট্রাফিক সিগন্যাল-সহ গুরুত্বপুর্ণ কতকিছুর সাথে। ছোটদেরকে শেখাতে হয় কৌশল দিয়ে। আদর করে। এটাই করেছেন লেখক তার গল্পে। পুরো বইয়েও! কৌশলে শেখানোর উদাহরণ হিসেবে বইয়ের দ্বিতীয় গল্প 'টুনটুনি ও তাইয়ান' দেখা যেতে পারে। ২৬শে মার্চ যখন তাইয়ান শহিদ মিনারে ফুল দিতে যাচ্ছিল, তখন টুনটুনি পাখি তাকে এ ব্যাপারে প্রশ্ন করলে সে জানাল স্বাধীনতার ইতিহাস। ছোট করে। গুছিয়ে। শুনে টুনটুনি খুশি হলো। ছোট্ট পাঠক-বন্ধুরাও এভাবে খুশি হবে নিশ্চয়। গল্প পড়ে শেখার চেয়ে আনন্দের কিছু আছে না কি? 'দাঁতের পোকা' বইয়ের একটি চমৎকার গল্প। ছোটদের দাঁতব্রাশ করতে যত আপত্তি! তার উপর দুধ-চিনি, চকলেট ইত্যাদি তাদের প্রিয় খাবার। যার কারণে তাদের দাঁতে ব্যথা লেগেই থাকে। ছোটদেরকে সতর্ক করতে এ গল্পটি নিশ্চয় ভূমিকা রাখবে। গল্পটিতে দেখানো হয়েছে তামান্না ও তায়ি্যবা দুবোন নিজেদের দাঁত ব্রাশ করত না। তাই তাদের দাঁতে বাস করে ব্যাকটেরিয়া। গল্পকার ব্যাকটেরিয়ার নাম কক্কাই ও ব্যাসিলাই রেখে বাড়িয়েছেন গল্পের রস। একসময় তামান্না-তায়ি্যবা দুবোন দাঁত ব্রাশ করা শুরু করে। তাই ব্যাকটেরিয়াও তাদের দাঁতে থাকে না। আর তাদের দাঁতব্যথাও সারে। ফলে দাঁত হয় রূপোর মতো চকচকে। ছোটরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তারা সকালে পড়ে, বিকেলে পড়ে, রাতেও পড়ে। কিন্তু তারা চায় খেলতে, ঘুরতে, পাখির মতো উড়তেও চায়। এ নিয়ে অনেক শিশুর মনে দুঃখ। লেখক জানেন ছোটদের দুঃখ কী, তিনি তাই তাদের দুঃখের কথা বলেছেন 'হুমায়রা ও পাতাপরী' গল্পে। শুধু কি তাই? দিয়েছেন এর সমাধানও। সমাধান কী- তা না হয় পাঠকদের জন্য তোলা থাকল। শিশুরা কল্পনা-জগতে ঘুরে। অলীক সবকিছু তারা খুব পছন্দ করে। গল্পে পাতাপরীর উপস্থিতি ছোট্টপাঠকদের নিশ্চয় ডোবাবে ভালোলাগার আবেশে। আশীষ আচার্য্য এর প্রচ্ছদ ও অলংকরণে শব্দকথা প্রকাশন এর ২০২৩ বইমেলা উপলক্ষ্যে বের হওয়া ছোটদের গল্পের বই সাপের বাসায় ইঁদুর ছানা সংগ্রহ করুন আজই। ছোটদের শেখান ভালোকিছু। গল্পেগল্পে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে