শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুটুম এলো বাড়ি

মমতা মজুমদার
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০

শীত বুড়িটা কই গেলিরে

কই গেলি ফুলপরী?

আসছে ফিরে সবুজ গাঁয়ে

ছিটা চন্দন কড়ি!

সাঁঝ সকালে এলো আমার

কুটুম এলো বাড়ি;

কই গেলি সব পাখির ছানা

আয় না ডানা ছাড়ি।

হলদে কুটুম বসবে কোথায়

বল না টিয়া পাখি?

সবুজ পাতা বিছিয়ে দিবি

শিশির ঘাসে রাখি।

মিষ্টি কুটুম বসলে আমার

খেতে দিস গুড়-মুড়ি,

শীতের চাদর পেতে দিবি

শুনছিস মুখ পুড়ি!

নীল কুটুমটা ভেজায় রাগী

দেখবি তোরা সবে,

শীতল পাটি বিছিয়ে দিবি

ঠান্ডা মাথায় রবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে