শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

দেশ স্বাধীনের গল্প

এনাম আনন্দ
  ০২ এপ্রিল ২০২৩, ০০:০০
দেশ স্বাধীনের গল্প

দেশ স্বাধীনের গল্পটা আজ সবার কাছে বলি

পাক শাসনের শিকল ভেঙে বুক ফুলিয়ে চলি

বাঙালিদের জমির ফসল লুট করত খানসেনা

এমন একটা ভাব দেখাতো বাপ-দাদাদের কেনা।

যায় কতকাল সহ্য করা জুলুম অত্যাচার

যুগের পরে যুগ চলে যায় মহাযুগ হয় পার

একাত্তরের সাতই মার্চের জাতির পিতার ভাষণ

কাচের মতো ভেঙে দিল পাকিস্তানের শাসন।

সেই ভাষণটি আমজনতা গেঁথে নিল মনে

মুক্তিসেনা হয়ে তারা ছুটে গেল রণে

তিরিশ লক্ষ শহীদ হলো সম্ভ্রম হারায় বোন

বর্বরতার কালো অধ্যায় আঁতকে ওঠে মন।

বীর বাঙালি শপথ নিল থাকবে না পাক অধীন

দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে বাংলা হলো স্বাধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে