মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার ফুল

বিজন বেপারী
  ০২ এপ্রিল ২০২৩, ০০:০০

স্বাধীনতার ফুল ফুটেছে বাংলা মায়ের রূপে,

আছে যত পাখপাখালি তান ধরেছে সুখে।

পলাশ হাসে শাপলা হাসে হাসে নদীর কূল,

গাঁয়ের মেয়ে শেফালিকার কানে ফুলের দুল।

স্বাধীন দেশের সূর্য ওঠে ঝলমলিয়ে চায়,

পদ্মা নদীর সুজন মাঝি ভাটিয়ালি গায়।

স্বাধীনতার ওই পতাকা ছন্দ তালে ওড়ে,

লোকালয়ের জনপ্রাণী ইচ্ছে সুখে ঘোরে।

স্বাধীনতার পায়রা ওড়ে মুক্ত গগন পানে,

স্বাধীনতা অমূল্য ধন মুক্ত বিহগ জানে।

স্বাধীনতার ফুল ফুটেছে রক্ত সাগর পাড়ি,

লাল-সবুজের পতাকাটা আজকে সকল বাড়ি।

স্বাধীনতা আমার দেশের গাঁয়ের শ্রমিক চাষি,

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে