শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাব্বিশে মার্চ

মালেক ইমতিয়াজ
  ০২ এপ্রিল ২০২৩, ০০:০০

কেমনে ভুলি লোমহর্ষক একাত্তরের কথা?

যেদিন চালায় পাকহানাদার ঘৃণ্য বর্বরতা!

শোষণ মুক্তির এক দাবিতে দৃপ্ত সাহস বুকে,

লড়তে ছিল বাঙালিরা দীপ্ত আগুন চোখে।

দামাল ছেলে ঢেলে দিল বুকের তাজা খুন,

যুদ্ধে গেল কৃষক-মাঝি ভাই-বাবা ও বোন।

ন্যায্য দাবির লড়াই ছিল অস্ত্র সবার হাতে

প্রতিরোধের অগ্নিজ্বলে ছাব্বিশে মার্চ রাতে।

দেখতে পেয়ে মুক্তিসেনার মুষ্টিবদ্ধ হাত,

পাকহানাদার নত শিরে মানল কুপোকাত!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে