বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

বলতে পার

শাজাহান কবীর শান্ত
  ২১ মে ২০২৩, ০০:০০

বলতে পার কেউ!

আমার মনে প্রশ্ন অনেক

ঢেউ খেলে যায় ঢেউ।

বলতে পার কোথায় আছে পাখপাখালির ছা

বলতে পার কোথায় গেলে পড়তে হবে না।

বলতে পার মায়ের শাসন কোথায় গেলে নেই

যখনতখন খেলতে বলবে সবাই আমাকেই।

কোথায় গেলে দেখব পাখি দেখব তাদের ঠোঁট

কোথায় গেলে স্যারের পড়ার থাকবে নাকো নো।

কোথায় গেলে নেই তো মানা বলবে না কেউ কাজ

মনটা আমার দেখতে তো চায় ফুলপাখিদের সাজ।

কোথায় গেলে মামা আসার মতো লাগে সুখ

নানা রঙে কোথায় গেলে রাঙাব এই মুখ।

বলতে পার ইচ্ছেমতো ঘুরতে পারি তাই

শুনছি বলে পড়া ছেড়ে সত্যি কী আর যাই!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে