বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

জমুক ফলের জলসা

মো. রতন ইসলাম
  ২১ মে ২০২৩, ০০:০০

গ্রীষ্ম এলো রোদ ঝাঝালো

ছুটছে তাপের হলকা,

কাঠবিড়ালি! বুক শুকোলে

রস-টসটস ফল খা।

শরিফা আম কাঁঠাল ড্রাগন

জাম সফেদা ফলসা,

কদিন জমুক তোর উঠোনে

ফল ভোজনের জলসা।

কামরাঙা গাব তুঁঁত তরমুজ

বাঙ্গি আতা ডেউয়া,

পাকাফলের গন্ধ পেলেই

সেজে যাবি রেউয়া।

তালশাঁস খা আশফল খা

খা করমচা লিচু,

টক মিষ্টি যে স্বাদ হোক না

বাদ দিবি না কিছু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে