শরৎ রানি ডাক দিয়েছে
বাজল আগমনী
কাশের বনে লাগল দোলা
ভালোবাসার খনি।
\হমেঘের খামে থেমে থেমে
বৃষ্টি পাঠায় চিঠি
সূর্য খেলে লুকোচুরি
\হহেসে মিটিমিটি।
\হভোরবেলাতে গাঁয়ের মেয়ে
শিউলি কুড়োয় একা
পাখির গানে সজীব বিকেল
রংধনু দেয় দেখা।
ঘাসের ডগায় শিশির জমে
শীতের আগাম যাত্রী
পূর্ণিমাতে জোছনা মাখা
নীরব হলো রাত্রি।