মন কেড়ে নেয় শাপলা শালুক
মন কেড়ে নেয় বিল
মন কেড়ে নেয় সবুজ পাহাড়
আকাশ ভরা নীল।
মন কেড়ে নেয় অথই সাগর
মন কেড়ে নেয় জল
মন কেড়ে নেয় ডিঙি নৌকা
দুষ্টু ছেলের দল।
মন কেড়ে নেয় মায়ের হাসি
মন কেড়ে নেয় ফুল
মন কেড়ে নেয় পাখপাখালি
বুবুর কানের দুল।