চাঁদ উঠেছে মায়ের কোলে
মিষ্টি হাসি হেসে
আয় রে তোরা যা দেখে যা
আমার বাড়ি এসে।
মুখ ঝলমল হিরের টুকরো
\হদেখতে চাঁদের মতো
মিষ্টি হাসি দুখ কেড়ে নেয়
চাঁদের মায়ের যতো।