ভাদ্র মাসে তালের সুবাস মনটা খুশিতে ভরে
পাকা তালের পিঠার লোভে মন বসে না ঘরে
তালের রসে গুড় মাখাবো সাথে দুধ নারিকেল
এত সাধের খাবার খাব মুখে দিলেই তার খেল।
\হদেখতে দারুণ পুষ্টি আছে প্রচুর দেখি গাঁয়ে
গাঁয়ের পথে দেখবে তুমি ডানে কিংবা বায়ে
ধপাস করে মাটিত পড়ে বিশাল মিষ্টি ফল তাল
তালের মাসে রঙিন করে রোজ গাঁয়ের খুকির গাল।
বৃহৎ আকার তাল বৃক্ষটি আকাশ ফুঁড়ে উড়ে
মাতাল হাওয়ায় মাতাল বৃক্ষ থরথর করে নড়ে
ভাদ্র এলেই তালের সুবাস মন দরোজায় ভাসে
তালের পিঠা বেজায় মিঠা মায়ের স্মৃতি ভাসে।