সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

রোদের চোখে বৃষ্টি

মাসুম হাসান
  ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ইচ্ছে খুশি ছুটে ছুটে করবে যে মা খেলা

কাটাবে যে পাখির মতো মিষ্টি বিকেল বেলা,

পাচ্ছে না মা খোলা মাঠ ও মাথার উপর আকাশ

বৃক্ষ-লতা ছুঁয়ে যাওয়া স্নিগ্ধ সতেজ বাতাস,

বন্দিদশা মনটা তবু চায় হারিয়ে যেতে...

বৃষ্টিভেজা কাদামাটির সবুজ ধানের ক্ষেতে,

চায় যে ভীষণ সদলবলে তালপুকুরের ঘাটে

কৈ-পুঁটিদের সাথী হয়ে জলে সাতার কাটে,

রোদ মা'মনি কল্পনাতেই এমন খেলা খেলে

ঘরের ভেতর বৃষ্টি ভেবেই রঙিন ছাতা মেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে