সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ

এমরান চৌধুরী
  ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

মাটি-সোঁদা ঘ্রাণ, ছায়াতরু পথ, নকশিকাঁথার মাঠ

আমলকি বন, পানের বরজ, রুপালি ইলিশ হাট।

পুঁইয়ের ডগা, লাউয়ের মাচা, জাম জারুলের ছায়া

দখিন দুয়ার, সোনামাখা রোদ, জোছনা রাতের মায়া।

সুনীল আকাশ, আলো ঝলমলে লক্ষ তারার মেলা

বিজন দুপুর, থির আলো ছায়া, কাকলিমুখর বেলা।

দুধ সাদা বক, সর্ষের ক্ষেত, ধান শালিকের দেশ

চির রূপময়, ফলবতী আর ফুলেল বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে