সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঘোড়া ও ঘোড়সওয়ার

আহসানুল হক
  ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

অফিস থেকে ফিরে বাবা

দরজাতে দেন টোকা

খুশিতে হয় আত্মহারা

তার আদুরে খোকা!

বাবাকে সে বানায় ঘোড়া

চাবুক মারে পিঠে

ছোট্ট খোকার চাবুক খেতে

বাবার লাগে মিঠে!

চাবুক খেয়ে টগবগিয়ে

ঘোড়া কেবল ছোটে

খিলখিলিয়ে ওঠে খোকা

স্বর্গ হাসি ঠোঁটে!

সব বাবারা হয় যে ঘোড়া

তার খোকাটির কাছে

ঘোড়ার স্মৃতি আগলে রেখে

ঘোড়সওয়াররা বাঁচে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে