শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
walton

হিজলতলী গাঁ

রফিকুল নাজিম
  ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

সারি সারি গাছের ছায়া আঁকাবাঁকা পথ

গাঁয়ের পথে ছুটে আমার হাওয়াই মনোরথ।

পথের পাশে শাপলা বিলে ফুটে আছে ফুল

শিউলি ফুলে সাজে বধূর মেঘবরণ চুল।

পাখির গানে সন্ধ্যা নামে ডানার নিচে রাত

ডাহুক ডাকে ভীষণ ব্যথায় বুকে আর্তনাদ।

হিজলতলীর হাটে আসে গাঁয়ের কত লোক,

সন্ধ্যা হলে পিদিম জ্বলে মুছে দিনের শোক।

নদীর ঘাটে খেলার মাঠে দূরের সবুজ বন

গাছের ছায়ায় শীতল হবে আগুন পোড়া মন,

আমার গাঁয়ে সবাই সমান সবাই সবার প্রাণ

হিজলতলী গাঁয়ে এসো শুনাবো গো গান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে