সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

আমার দেশ

মো. নুরুজ্জামান সবুজ
  ০১ অক্টোবর ২০২৩, ০০:০০
আমার দেশ

আমার দেশের এই যে নদী

নদীর পারে মাঠ

শস্য শ্যামল ভসলভরা

ভীষণ পরিপাট।

আমার দেশের মাঠে ঘাটে

মেঠো গানের সুর

নীলে আকাশে ছায়া মেঘে

ক্লান্তি করে দূর।

আমার দেশের বিলেঝিলে

শাপলা শালুক ফোটে

রাত্রি শেষে পুব আকাশে

ভোরের সূর্য ওঠে।

গাছের ডালে মিষ্টি তালে

নানা পাখির গান

এদেশ আমার এদেশ তোমার

দেয় ভরিয়ে প্রাণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে