দালানকোঠার জটিল শহর
ভালো লাগে না মোটে
শাপলা ফোঁটা বিলের ধারে
মনটা আমার ছোটে।
তরুণ-যুবা সাঁতার কাটে
শান্ত সতেজ খালে
ট্যাংরা, পুঁটি, পাবদা, বেলে
ধরে জেলের জালে।
আঁকাবাঁকা মেঠোপথে
নানান লোকে হাঁটে
আপনমনে গাঁয়ের সবাই
সারাটা দিন খাটে।
মন কেড়ে নেয় পাখপাখালি
কিচিরমিচির গানে
নয়ন জোড়া শ্যামল মাঠে
মনটা শুধু টানে।